বাংলাদেশে শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে ঐক্যের আহবান যানিয়েছেন, মোঃ অলি আজাদ।
সোহরাব আলী সরকার,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
শিক্ষক সংগঠনের সকল নেতৃবৃন্দকে একত্রে বসার আহবান জানিয়েছেন “বাংলাদেশ শিক্ষা জাতীয়করণ পরিষদ”-এর প্রতিষ্ঠাতা-সভাপতি মোঃ অলি আজাদ।
তিনি তাঁর ফেসবুক টাইম লাইনে ১৫/০৭/২০ রাতে এই পোস্ট দিয়ে এই আহবান জানান। পোস্টে তিনি তাঁর মোবাইল নম্বরঃ ০১৭২৪৮৬৭২২২ লিখেছেন। পর তিনি অসংখ্য ফোন পাচ্ছেন এবং শিক্ষকরা তাঁকে সাহস যুগিয়ে চলেছেন। তাঁর পোস্ট শিক্ষকদের টাইম লাইনে শেয়ার করছেন এবং বিভিন্ন গ্রুপেও শেয়ার করছেন।
করোনাকালীন সময়ে সরাসরি বসে মিটিং করা না গেলেও জুম কনফারেন্সের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে ভার্চুয়াল মিটিং করার ব্যপারে উৎসাহ দিচ্ছেন।
সাধারণ শিক্ষকদের মধ্যে একটি জাগরণ তৈরী হয়েছে। এখন বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়করণের কাজে হাত দিলে নিশ্চয়ই সফল হবেন বলে বেসরকারী শিক্ষক মো :অলি আজাদ দৃঢ় আশাবাদী।