রাত পোহালেই অমর একুশে
পাবলিক বাংলা ডেক্স : রাত পোহালেই অমর একুশে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের স্মৃতি বিজরিত শোক ও গৌরবের দিনটি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃত।
১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবীতে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন নিহত ভাষা শহীদ সালাম, রফিক, শফিক, জব্বার, বরকতসহ আরো অনেকে। সেই ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাত থেকেই শহীদ মিনারে আসবেন দেশের নানা প্রান্তের মানুষ।
একুশে ফেব্রুয়ারির দিনটিতে শহীদ মিনারে আসবে নানা বয়সী ও শ্রেণি -পেশার মানুষ। এ উপলক্ষে গত কয়েকদিন ধরেই পরিস্কার করা হয়েছে শহীদ মিনার চত্বর। আল্পনায় সাজানো হয়েছে রাজপথ। দেওয়ালে দেওয়ালে রং তুলিতে আঁকা হচ্ছে মুক্তিযুদ্ধ,ভাষা আন্দোলনের ইতিহাস।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে শাহবাগের দোকানগুলোতে বেড়েছে তাজা ফুলের চাহিদা।
রাজধানীতে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজনের চিত্র ক্যামেরাবন্দী করেছেন অর্থসূচকের আলোকচিত্রী মহুবার রহমান। ছবিগুলো আজ মঙ্গলবার শহীদ মিনার এলাকা ও শাহবাগ মোড় থেকে তোলা।