শিক্ষা নিয়ে করবো দেশ
শেখ হাসিনার বাংলাদেশ।
বান্দরবান জেলার আলীকদমে শিক্ষা
নিয়ে করবো দেশ শেখ হাসিনার বাংলাদেশ
এই স্লো গান কে সামনে আজ সেন্ট মেরি’স এই স্কুল এর বই বিতরণ অনুষ্ঠান সম্পর্ন হয়েছে।
আজ ৪ জানুয়ারি রোজ সোমবার আলীকদম
সেন্ট মেরি’স স্কুলে বিনামূল্যে ছাত্রছাত্রী হাতে নতুন বছরের নতুন পাঠ্য বই তুলে দেন।নতুন
বছরের নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা
আনন্দ প্রকাশ করে।এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফাদার বিজয় রিবেরু ও এম আই, ফাদার সমর দাংগ ও এম আই এবং অভিভাবক ও ছাত্র ছাত্রছাত্রী বৃন্ধ।
উক্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লুক পিউরিফিকেশন সি এস সি।