ডিপিবি ডেক্স : নরসিংদীর ঘোড়াশাল পৌর ৯ নং ওয়ার্ডের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। টুর্ণামেন্টটির উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
হাজী সামসুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক ভূঁইয়া, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশাদুল্লাহ মনা, উপজেলা যুবলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর সুরাইয়া বেগম, কাউন্সিলর শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুল হক, আব্দুল রউফ মেম্বার, রাইসুল ইসলাম আসাদ, হুমায়ুন কবির লিটন, মোঃ ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ঘোড়াশাল ফুটবল ক্লাব বনাম ভাগদী ফুটবল ক্লাব অংশগ্রহণ করেন। ঘোড়াশাল ফুটবল ক্লাব ৩ ভাগদী ফুটবল ক্লাব ১ গোল করে ৩-১ গোলে ঘোড়াশাল ফুটবল ক্লাব জয়লাভ করেন।