নাটোরের বড়াইগ্রামে গাঁজা সেবনে বাধা দেওয়ায় চাকু মেরে জখম করেছে মাদকসেবী রা ।
মোঃ রেজাউল করিম মৃধা :: নাটোর প্রতিনিধি ::
১১ অক্টোবর রবিবার ২০২০ ::
নাটোরের বড়াইগ্রামে গাঁজা সেবন করতে বাধা দেওয়ায় মনিরুজ্জামান (৪০) নামে একজনকে চাকু মেরে গুরুতর জখমের ঘটনা ঘটেছে।আহত মনিরুজ্জামান (৪০) বড়াইগ্রাম ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মাষ্টারের ছেলে।
আজ ১১ অক্টোবর রবিবার বিকেল ৩ ঘটিকার দিকে বড়াইগ্রাম ইউনিয়নের নিচিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায় উপজেলার রওশনপুর গ্রামে আমজাদের বাড়ির পিছনের কলাবাগানে দিন মজুরের কাজে যায় মনিরুজ্জামান ও হান্নান। আর সেই কলাবাগানে নিয়মিত গাঁজা সেবন করতে আসা রওশনপুর গ্রামের আহাদ মোল্লার ছেলে আমজাদ হোসেন (৩৫) ,সাইদুল ইসলামের ছেলে সাগর হোসেন (৩০) এবং উপলশহর গ্রামের শামসুল ইসলামের ছেলে শাহিন আলম (৩০) ।
সেখানে তাদের প্রতিদিনের ন্যায় গাঁজা সেবন করতে দেখে বাধা দেয় মনিরুজ্জামান। আর এতে ক্ষিপ্ত হয়ে সাগর তাকে খারাপ ভাষায় গালাগালি দিয়ে বলে , আমরা গাঁজা খাবো, এমন কোন বাপের ব্যাটা নাই যে আমাদের বাধা দেয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে আমজাদ হোসেন উত্তেজিত গাঁজা কাটার চাকু মনিরুজ্জামানের বাম পাজরে ডুকিয়ে দেয় এবং তার আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ঘটনাস্থলেই মোটরসাইকেল রেখে তারা পালিয়ে যায়।
মনিরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করেন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান,বিষয়টি শুনেছি আসামিদেরকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে ।
মোঃ রেজাউল করিম মৃধা
নাটোর প্রতিনিধি
১১ অক্টোবর রবিবার ২০২০