নিজস্ব প্রতিনিধিঃ
বরিশাল বাবুগঞ্জ এর সন্তান ও ছাত্রলীগ এর একজন সক্রিয় কর্মী মিলন ইসলাম তিব্র পুলিশি মিথ্যা মামলার শিকার হয়ে বর্তমান জেলে।
গত ২০/০৭/২০২০ তারিখে ৮:০০ ঘটিকায় বাবুগঞ্জ বাজার সংলগ্ন,। , বাবুগঞ্জ থানা পুলিশ এস আই ফজলুল ও এস আই সিহাব কর্তৃক একটি গ্রেফতারের ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয় মোঃ মিলন কবিরাজ (২০) কে। জানা যায়, আটক পূর্বে অভিযুক্ত মোঃ মিলন ইসলাম তিব্র ও মোঃ রুপম কাজী (২০) কে তল্লাশি করা হয়। তাদের সাথে অনৈতিক কিছু না পাওয়া সত্ত্বেও তাদের ছেড়ে না দিয়ে অপেক্ষা করতে বলা হয়। অতঃপর এস আই ফজলুল ‘ এস আই সিহাব এর সহযোগিতা নিয়ে, এস আই ফজলুল নিজ পকেট থেকে সামান্য গাঁজা বের করে একটি টিস্যুতে নেয়। অতঃপর এস আই ফজলুল হেটে অভিযুক্ত মিলন কবিরাজ এর পিছনে গিয়ে, এস আই ফজলুলের এর হাতে থাকা গাঁজাকে, অভিযুক্ত মিলন কবিরাজের বলে অভিযোগ করেন । অথচ সংগৃহীত সি সি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এই দুই পুলিশ কর্মকর্তা তাদের নিজেদের পকেট থেকে গাঁজা দিয়ে সাধারণ ছাত্রদের আটক করে। অতপর মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গোপনীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মিলন কবিরাজ এর সাথে থাকা রুপম কাজী কে ৫০০০ টাকার বিনিময়ে ঘটনা স্থল থেকে ছেরে দেয়া হয়। এদ্বারা আজ ছাত্র সমাজ প্রশ্নবৃদ্ধ যে তারা কি আজ প্রশাসন এর কাছে সুরক্ষিত।