নরসিংদী আমদিয়াতে গরীব কৃষকের ধান কেটে দিলো সবুজ বাংলা একতা সংঘ।।
স্বপন দাস বিজয় নরসিংদী প্রতিনিধিঃ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ,
আর আজ দেশে করোনার কারণে যখন দেশের সব কিছু অচল অবস্থা। ঠিক তখন কৃষকের মাঠে সোনালি ধান।কিন্তু ধান ঘরে তোলার জন্য নেই জনবল ও টাকা পয়সা তখন কৃষক দিশে হারা। ঠিক তখন ই মাঠে দেখতে পেলাম এক দল সামাজিক উন্নয়ন মূলক সংগঠন। নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের সবুজ বাংলা একতা সংঘ নামে একটি টিম
কৃষকের ধান কাটার কাজ করছে। সংগঠনের সম্মানিত সভাপতি জনাব রিজভী আহম্মেদ (বিজয়) জানায় উক্ত সংগঠনটি ২০১৪ইং সাল থেকে
আমরা আমদিয়া ইউনিয়ন এ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজ করে আসছি। যখন করোনা ভাইরাসের সংক্রামণের আগে থেকে আমরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম করি।
তাছাড়া আমাদের হ্মুদ্র প্রচেষ্টায় ১২০ টি হত দরিদ্র ও কর্মহীন পরিবারে ত্রান সামগ্রি বিতরন করি।
আজ সারা বাংলা দেশের কৃষক দিশেহারা, তখন সংগঠনের সকলকে নিয়ে দিশেহারা এক কৃষকের দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দেই।
আমরা আরো কথা বলি উক্ত সংগঠনের সাধারন সম্পাদক সোহাগ হাসান সাফিত জানান দীর্ঘ ৬ বছর যাবত সংগঠন থেকে শীত বস্র বিতরন,হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে স্টেসনারি সামগ্রি বিতরণ, এলাকার ছোট-খাটো রাস্তা ঘাট মেরামত, বৃহ্ম রোপন করা, ইত্যাদির কাজ করেন থাকি।
তখন আমরা এক কৃষকের সাথে কথা বলে জানতে পারি, কিছু দিন আগে কৃষক মোঃ ফজলুল হক নামে কষৃক পনের দিন আগে মৃত্যু বরণ করে।তখন তার পরিবার দিশে হারা হয়ে পরে, মাঠে তাদের সোনালি ধান। কিন্তু ধান ঘরে তোলার মত সামর্থ তাদের নেই। তখন আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘ নামে সংগঠন টি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ধান কেটে পৌছে দেন তাদের বাড়িতে। সংগঠন
সিনিয়র সভাপতি জনান, কৃষকের দুঃখ কিছু টা হলে ও মোচন করার জন্য তাদের এ প্রচেষ্টা।