মতিহার থানায় প্রতিবন্ধী, দুস্থদের মাঝে কম্বল বিরতণ ও মানবতার দেওয়াল উদ্বোধন করেন আরএমপি পুলিশ কমিশনার,
সারোয়ার জাহান বিপ্লব, বিশেষ প্রতিনিধি রাজশাহীঃ
মতিহার থানা, আরএমপি, রাজশাহী’র উদ্যোগে ২ ফেব্রুয়ারি, ২০২১ ইং তারিখ সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় প্রতিবন্ধী, দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও মানবতার দেওয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক, তিনি উপস্থিত থেকে প্রতিবন্ধী, দুস্থদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন।এছাড়াও পুলিশ কমিশনার মতিহার থানার গেইট সংলগ্নে মানবতার দেওয়াল উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ) জনাব বিভূতি ভূষন বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ) জনাব জনাব মোঃ একরামুল হক পিপিএম, অফিসার ইনচার্জ, মতিহার থানা জনাব এ এস এম সিদ্দিকুর রহমান সহ আরিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ।