আশুলিয়ায় ড্রেন থেকে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
মোঃ ইয়াসিন,সাভার(ঢাকা)
আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পয়োনিষ্কাশন ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
বুধবার (০৭ জানুয়ারি) সকাল ৯টার দিকেআশুলিয়ার পলাশবাড়ি এলাকার নির্মানাধীন অলিম্পিয়া বহুতল ভবনের পাশের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যাক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলআমিন জানান, সকালে পলাশবাড়ী এলাকায় ড্রেনের ভেতর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে সকাল ৯টার দিকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসিঅপারেশন) আব্দুর রশিদ বলেন, মরদেহ উদ্ধারের পর ঘটনা স্থলে পরিদর্শনে করেছি।নিহত ব্যক্তির হাতের পাঁচ আঙ্গুল কাঁটা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনোএক সময় হত্যা করে তাকে ড্রেনের ভেতরে ফেলে দিয়া হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, সেই সাথে তার পরিচয়সনাক্তকরণে জন্য বিভিন্ন থানায় ছবিসহ তথ্য পাঠানো হয়েছে।