কবিতা :: আমি বাংলাদেশ
আমার ডাক নাম লজ্জা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কবি :: মোঃ ছামিউল ইসলাম
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমি শত মানুষের সামনে
কুপিয়ে মারা যাওয়া রিফাত।
আমি বাংলাদেশ,
আমার ডাক নাম লজ্জা।
আমি বুয়েটের হোস্টেলে
নিষ্ঠুরভাবে পিটিয়ে
হত্যা হওয়া আবরা।
আমি আগুনে পুরে
যাওয়া নুসরাত।
আমি বিশ্বজিৎ,,আমি অভিজিৎ
আমি নাদিয়া,,,, আমি তনু,,,
আমি ব্যর্থ ছাত্র,,,,,???
আমি প্রশ্নপত্র না
পাওয়া হতদরিদ্র।
আমি অবিরাম বাংলার মুখ,,
আমি লাল সবুজের কফিন।
আমি পিলখানায় অসহায় সেনা
অফিসারের আঁধারে দাফন।
আমি বাংলাদেশ,
আমার ডাক নাম লজ্জা।
আমি স্বাধীন বাংলাদেশের,, পরাধীন জনগণ।
আমি বাসে ধর্ষিতা মাজেদা।
আমি ছেলের সামনে ধর্ষিতা মা।
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন।
আমি বাংলাদেশ,
আমার ডাক নাম লজ্জা।
আমি এমপির গুলিতে
গুলিবিদ্ধ সৌরভ।
আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব কান্না।
আমি রানা প্লাজায়
ধুলোয় উড়া লাশ।
আমি সরকারি ভবনে
রডের বদলে বাশঁ।
আমি তাজরিনের অগ্নিকাণ্ডের
অসহায় গরীব কর্মচারী।
আমি ধ্বসে পড়া ভবনের
নিচে গলিত লাশের গন্ধ,,,
আর পদ্মায় লঞ্চডুবি।
আমি সাগর রুনির ”মেঘ”।
আমি ছিনতাই হওয়া
অসহায় পথচারীর বেগ।
আমি জন্মের আগেই গুলিবিদ্ধ
নবজাতক শিশু।
আমি সাতখুন শীত লহ্মার পার।
আমি ফেলানী।
আমি ষোল কোটি মানুষের ভাগ্য
নিয়ে ঝুলে আছি কাঁটাতারে।
আমি অন্ধ।
তাই আমার বিবেকের দরজা বন্ধ হা হা হা হা হা
তুমি বাংলাদেশ নাও
তোমার নাম বাংলা লাশ।