আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিং প্রদান অনুষ্ঠানে এসপি জাহিদুল ইসলাম
হাফিজুর রহমান : স্টাফ রিপোর্টার : সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগনের ২০২০ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিং প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যগন।